মেসার্স রফিক এন্টারপ্রাইজ এর সকল বিদ্যমান গ্রাহকদের জন্য নতুন প্রোমোশন “রেফার অ্যান্ড আর্ন” চালু হয়েছে। মেসার্স রফিক এন্টারপ্রাইজ এর কোনো বিদ্যমান গ্রাহক যদি নতুন সংযোগের রেফারাল করেন, তাহলে প্রত্যেক সফল রেফারাল (লাইনে আপ হওয়ার পর) এর জন্য তিনি পাবেন ৩০০ টাকা ক্যাশ।
এই প্রোমোশনের আওতায় গ্রাহক যতবার ইচ্ছা রেফার করে আয় করতে পারবেন।
শর্তাবলী
- রেফারার অবশ্যই মেসার্স রফিক এন্টারপ্রাইজ এর বর্তমান গ্রাহক হতে হবে।
- রেফারাল বোনাস পেতে হলে নতুন সংযোগ ফর্মে রেফারারের কাস্টমার আইডি এবং নাম সঠিকভাবে উল্লেখ করতে হবে।
- রেফার করা সংযোগটি কমপক্ষে ১ মাস সক্রিয় থাকতে হবে। ১ মাস পর রেফারার তার বোনাস পেতে পারবেন।
- রেফারাল বোনাস ক্যাশে গ্রহণ করা যাবে অথবা বিলের সাথে সমন্বয় করা যাবে।
- যদি রেফারকৃত গ্রাহক সংযোগ ফিতে কোন ডিসকাউন্ট বা অফার গ্রহণ করেন, তাহলে রেফারার কোনো বোনাস পাবেন না।
- মেসার্স রফিক এন্টারপ্রাইজ যে কোন সময় এই অফার পরিবর্তন, পরিবর্ধন, বিয়োজন বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
বিস্তারিত জানতে অথবা রেফারাল বোনাস পেতে যোগাযোগ করুন
সাপোর্ট সেন্টার: 01710602297, 01996763022

